শনিবার ২৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Germany-Hungary: উজ্জ্বল মুসিয়ালা, জোড়া জয়ে শেষ ষোলোয় জার্মানি

Sampurna Chakraborty | ১৯ জুন ২০২৪ ২৩ : ৫১Sampurna Chakraborty


জার্মানি - (মুসিয়ালা, গুন্ডোগান)

হাঙ্গেরি -

আজকাল ওয়েবডেস্ক: জোড়া জয়ে ইউরো কাপে দারুণ শুরু জার্মানির। স্কটল্যান্ডের পর হাঙ্গেরি। বুধবার ২-০ গোলে জিতে শেষ ষোলোর ছাড়পত্র সংগ্রহ করল জার্মানি। গোল করেন জামাল মুসিয়ালা এবং ইকায় গুন্ডোগান। দু'ম্যাচেই গোল পেলেন বায়ার্ন মিউনিখের তরুণ ফুটবলার। এদিনও নজরকাড়া ফুটবল উপহার মুসিয়ালার। দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে দাপুটে শুরু জার্মানদের। যদিও স্কটল্যান্ড ম্যাচের সেই ম্যাজিক ছিল না। পাঁচ গোলে জেতার পর তুলনায় ম্যাড়ম্যাড়ে ফুটবল। চ্যালেঞ্জ ছুড়ে দেয় হাঙ্গেরি। কিন্তু শেষপর্যন্ত সহজ জয় তুলে নেয় নাগেলসম্যানের দল। এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি গোল না হজম করা। আন্তর্জাতিক মঞ্চে শেষ ১২ ম্যাচে ক্লিনশিট রাখতে পারেনি জার্মানি। বিশ্বকাপ এবং ইউরোয় শেষ এক ডজন ম্যাচে অন্তত একটি গোল হজম করেছে জার্মানরা।‌ আগের দিনও শেষমুহূর্তে গোল খায়। কিন্তু এদিন ক্লিনশিট রাখতে সক্ষম হয়। ম্যাচের ৯০ মিনিটে গোললাইন সেভ করেন কিমিচ। 

ইউরো কাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল জার্মানি। তবে এদিন কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন ক্রুস, গুন্ডোগানরা। বিনা লড়াইয়ে একচুল জমি ছাড়েনি হাঙ্গেরি। প্রথমার্ধের শেষে অফসাইডের জন্য তাঁদের গোল বাতিল না হলে বিরতির আগেই ম্যাচে সমতা ফিরত। আগের দিন প্রথম থেকেই গতিশীল ফুটবল খেলেছিল জার্মানরা। তবে এদিন হাঙ্গেরিও চাপ সৃষ্টি করায় কিছুটা ধরে খেলতে বাধ্য হয় নাগেলসম্যানের দল। ম্যাচের ১৫ সেকেন্ডে গোল লক্ষ্য করে প্রথম শট হাঙ্গেরির। গুরুত্বপূর্ণ সেভ করেন নয়্যার।‌ ম্যাচের ১১ মিনিটে প্রথম পজিটিভ সুযোগ জার্মানির। কিন্তু নষ্ট করেন হ্যাভার্টজ। তাঁর শট বাঁচায় গুলাকাসি। এদিন কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলে হাঙ্গেরি। সুযোগ পেলেই জার্মানির বক্সে ঢুকে পড়ছিলেন বিপক্ষের ফুটবলাররা। কিন্তু 'বার্লিন ওয়াল' ভাঙতে পারেনি। ম্যাচের ২২ মিনিটে হাঙ্গেরির রক্ষণের ভুলে জার্মানিকে এগিয়ে দেন মুসিয়ালা। নিজেদের বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে পারেনি ডিফেন্ডাররা। গুন্ডোগানের থেকে বল পেয়ে জালে রাখতে ভুল করেননি ২১ বছরের উইঙ্গার।

পিছিয়ে পড়ার চার মিনিটের মধ্যে সমতা ফেরানোর সুযোগ এসেছিল। জোবোজলাইয়ের অনবদ্য ফ্রিকিক ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচান জার্মানির কিপার। জমিতে বল রেখে পজেশনাল ফুটবল খেলার চেষ্টা করে জার্মানি। মুসিয়ালা, হ্যাভার্টজরা বেশ করেকবার হাঙ্গেরির বক্সে ঢুকে পড়লেও ব্যবধান বাড়াতে পারেনি। ৪৪ মিনিটে উইর্টজের পাস থেকে সাইড নেটে মারেন মুসিয়ালা। প্রথমার্ধের ইনজুরি টাইমে অরবানের হেডে গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। প্রথমার্ধের শেষে এক গোলে এগিয়ে ছিল জার্মানি। গোলের নীচে নয়্যার না থাকলে লিড ধরে রাখতে পারত না জার্মানরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দাপট ছিল জার্মানির। ৫৫ মিনিটে আবার সুযোগ আসে। কিন্তু ক্রুসের শট ব্লক করে হাঙ্গেরির ডিফেন্ডাররা। ইউরোর ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোলের রেকর্ড করা উইর্টজ এদিন নজর কাড়তে পারেনি। গোটা ম্যাচেই সিংহভাগ বল পজেশন জার্মানির ছিল। ম্যাচের ৬৭ মিনিটে দ্বিতীয় জয় নিশ্চিত করেন গুন্ডোগান। বক্সের ভেতর মিটেলস্ট্যাডের থেকে বল পেয়ে নিখুঁত প্লেসিং জার্মানির অধিনায়কের। বল গোলকিপারের হাতের তলা দিয়ে গোলে ঢুকে যায়। এদিনও নজর কাড়েন মুসিয়ালা। বাকি সময়টা কোনও দলই গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি। শেষলগ্নে দুর্দান্ত গোললাইন সেভ করে জার্মানির দুর্গ অক্ষত রাখেন কিমিচ। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পাঁচ উইকেট বুমরার, ১০৪ রানে শেষ অস্ট্রেলিয়া

'মনে করো দেশের জন্য গুলি খাচ্ছো', গম্ভীরের মন্ত্রেই অভিষেকে নজর কাড়লেন নীতিশ...

পছন্দের শহরে জয় দিয়ে আই লিগ অভিযান শুরু হাবাসের ...

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপৎকালীন বৈঠক ডাকল আইসিসি ...

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিলামের আগেই নির্বাসিত হতে পারে ভারতীয় অলরাউন্ডার ...

অস্ট্রেলিয়ার জার্সিতে বাগান প্র্যাকটিসে ম্যাকলারেন, চোট-আঘাত নিয়ে ভাবছেন না মোলিনা...

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি

এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...

পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...

মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...

ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...

কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...

টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



06 24